শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ৫ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: বিদায় ২০২৩ স্বাগত ২০২৪        নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী        জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি        বিএনপির নেতাকর্মীরা এবার নৌকায় ভোট দেবে : তথ্যমন্ত্রী        ড. মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক        ‘অসুস্থ’ রিজভীকে খুঁজছে ডিবি, শিগগিরই গ্রেপ্তার        সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু       


রায়পুরায় পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৬:২৯ PM

নরসিংদীর রায়পুরা পৌরসভার শ্রীরামপুর উত্তরপাড়া এলাকার মৃত ডাঃ আব্দুল আলীর ছেলে মোঃ শাহরিয়ার মাহমুদ (সুমন) কে তার আপন চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান গংরা পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় শাহরিয়ার মাহমদ (সুমন) এর সম্পত্তি বুঝিয়ে দিতে বললে তাকে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সম্পত্তি বঞ্চিত মোঃ শাহরিয়ার মাহমুদের (সুমন) পরিবারে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।

শনিবার (২০ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, পঁচা বোয়ালিয়া মৌজায় আর. এস ২২৩ খতিয়ানে ২১টি দাগে জাফর আলী নিজে ৫ একর ০৫ শতাংশ জমির মালিক। তার ৩ ছেলে ডাঃ আব্দুল আলী, মোঃ ওয়ারিশ আলী, ডাঃ হোসেন আলী এবং একমাত্র কন্যা বেগমের নেহাকে ওয়ারিশ রেখে মারা যান। সে অনুযায়ী ৩ ছেলে ও ১ মেয়ে সম্পত্তির ওয়ারিশদার। মৃত জাফর আলীর বড় ছেলে ডাঃ আব্দুল আলী ১৯৯১ সালে মারা যান। তার মৃত্যুর পর তার ছেলে শাহরিয়ার মাহমুদ (সুমন) উক্ত সম্পত্তিতে ওয়ারিশ হন। সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে মুসলিম ফরায়েজ মোতাবেক আর.এস পর্চার জোত-২৮৫০ খতিয়ান নং-১৭৮৪ একাধিক দাগে ৩৩ দশমিক ০৪ শতাংশ সম্পত্তি রেকর্ডমূলে মালিক হন এবং নিজ নামে নামজারী করে সরকারের খাজনাদি পরিশোধ করেন। এতে চাচাতো ভাই হাবিবুর রহমান গংদের ক্ষোভের সৃষ্টি হয়। তারা তার খারিজ বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) রায়পুরা বরাবর আবেদন করেন। যাহার নং-৮০/২২। পরে ভুক্তভোগী শাহরিয়ার মাহমুদ ভাইদের বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নিয়ে রায়পুরা সহকারী জজ আদালতে দলিল বাতিলের মামলা দায়ের করেন। যাহার নং- ৩৯/২০২৩। উক্ত দলিলখানা গত ১৮/১০/২০০০ সানে ১১৪১৫ নং দলিল হিসেবে রায়পুরা সাব-রেজিস্টার অফিসে রেজিষ্ট্রি করেন। দলিল দাতা শাহরিয়ার মাহমুদ ওইসময় নাবালক ছিলেন। বিধায় কেনো নাবালক কোন ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করে তাহলে নাবালক তাহার অভিভাবক নিযুক্তক্রমে অভিভাবকের মাধ্যমে বা আদালতের মাধ্যমে দলিল রেজিষ্ট্রি করতে হয় বলে আরজিতে উল্লেখ করেন এবং তা বাতিলে আবেদন করেন। 

বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। গত ১৬ মে ভুক্তভোগী শাহরিয়ার মাহমুদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাবিবুর রহমান গংদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা নালিশ করেন। আদালত বাদীর কথায় সন্তুষ্ট হয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নালিশা ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পাশাপাশি সার্ভেয়ারকে দখল ও মালিকানা বিষয়ক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মোঃ শাহরিয়ার মাহমুদ (সুমন) বলেন, আমি আমার পরিবার নিয়ে ছোট থেকেই নরসিংদীতে বসবাস করে আসছি। আমার বাবা ৩২ বছর হয় মারা গেছেন। এই সুযোগে আমার আপন চাচাতো ভাই হাবিবুর রহমান, শওকত আলী, মিজানুর রহমান, বজলুর রহমান গংরা আমার প্রাপ্ত সম্পত্তি দখল করে আছে। সম্পত্তির হিসাব বুজিয়ে দিচ্ছে না। প্রতিনিয়ত আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি নাবালক থাকাকালে আমার ভাইয়েরা আমাকে মিথ্যা কথা বলে আমার পৈত্রিক সম্পত্তি লিখে নেয়। আমি আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে আইনের আশ্রয় নিয়ে আইনী লড়াই করে যাচ্ছি। যতই হুমকি-ধমকি, মিথ্যা মামলা করুক। তাতে আমি ভয় পাইনা। ইতিমধ্যে গত ১৭ মে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও পত্র-পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ প্রকাশিত হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। আমার বিরুদ্ধে কখনও কোনো থানায় মামলা হয়নি। তারপরও আপনাদের চোখে আমি সন্ত্রাসী। পৈত্রিক সম্পত্তি আদায় করা কি অন্যায়? আপনারা দয়া করে কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে শুধুমাত্র এক পক্ষের কথা শুনে সংবাদ প্রকাশ করবেনা। একপক্ষের মিথ্যা তথ্য শুনে আমাকে সন্ত্রাসী বানিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। সংবাদে আমাকে ব্যক্তিগত ও সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টা করা হয়েছে। এবিষয়ে হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিদায় ২০২৩ স্বাগত ২০২৪
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আগৈলঝাড়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
কালিহাতীর আফজালপুর চরে নৌকার বিশাল সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে ২ ভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন
গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা প্রেমিক আটক
এই প্রথম মৃত্যুবরণ কারী সকল ইপিএসকর্মী সহ প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রবাসী ভিআইপি ক্লাবের বিলেতে পথযাত্রা : পিঠা উৎসব ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com