রোববার ২৮ মে ২০২৩ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
 
শিরোনাম: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ শুরু       ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা       আদাবরে বহুতল ভবনে আগুন       বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী       অশান্তি-সংঘাত নয়, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী       দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি খোকন-শিরিনসহ ৩০ জন       


গাজীপুর সিটি নির্বাচন
প্রার্থী হওয়ায় বিএনপির ২৯ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১০:৪৩ এএম |


দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় ২৯ জন নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। এছাড়া দু’জন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করায় দলের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি মজিবর সরকার, সদর থানা যুবদলের আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, সদর থানার বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া, বাসন থানা বিএনপি সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহম্মেদ, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল সরকার, পুবাইল থানা বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম, পুবাইল থানা বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন, সদর থানা বিএনপির সদস্য মাহবুবুর রশিদ খান, সদর থানা বিএনপির সদস্য সবদের আহাম্মদ, খায়রুল আলম, জি এস মনির, শহিদুল ইসলাম, তানভির আহমেদ, শাহিন আলম, আনোয়ার সরকার ও রফিকুল ইসলাম।

আজীবন বহিষ্কৃত নেতাদের তালিকায় আরও আছেন, গাজীপুর মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সেলিম হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ফারুক হোসেন খান, গাজীপুর মহানগর মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি খন্দকার নুরুন্নাহার, কেয়া শারমিন, গাজীপুর মহানগর মহিলা দলের সদস্য ফিরোজা বেগম, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি হাসিনা মমতাজ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আলম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার, গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান।









প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]