রোববার ২৮ মে ২০২৩ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
 
শিরোনাম: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ শুরু       ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা       আদাবরে বহুতল ভবনে আগুন       বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী       অশান্তি-সংঘাত নয়, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী       দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি খোকন-শিরিনসহ ৩০ জন       


সকালেই ‘অন্ধকার’ ঢাকা, মুষলধারে নামল স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১০:৩৮ এএম |


আবহাওয়া অফিস জানিয়েছিল, বুধবার (১৭ মে) দেশের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এদিন সকালেই দেখা মিলল সেই দৃশ্যের। সকালে ঘুটঘুটে মেঘে চেয়েছে ঢাকার আকাশ। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে নেমে এলো বৃষ্টি।
 
এদিকে সকাল বেলার হঠাৎ বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামীদের। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় রাস্তার গাড়িগুলোকে চলাচল করতে দেখা গেছে হেড লাইট জ্বালিয়ে।

আব্দুল আসাদুল ভিআইপি গাড়ির চালক বলেন, শুক্রাবাদ থেকে আড়ং পর্যন্ত আসতে গিয়ে অন্ধকার হয়ে যায়। সংসদ ভবনের সামনে এতো বড় রাস্তা আমার মতো অসংখ্য গাড়ি হেড লাইট জ্বালিয়েছেন। মনে হয়েছে রাতে চলাচল করছি। ৯টা ৩৫ মিনিট থেকে রাজধানীর অনেক এলাকায় জুম বৃষ্টি শুরু হয়।

সকাল পৌনে ১০টায় রাজধানীর নিউ মার্কেট এলাকায় দেখা গেছে, অন্ধকারের কারণে দোকানগুলোতে আলো জ্বালানো হয়েছে। এছাড়া লাইট জ্বালিয়ে সড়কে গাড়ি চলাচল করছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতেও অনেক বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। ঘূর্ণিঝড় মোখার সময় রাজধানীতে কোনো প্রভাব দেখা যায়নি। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। তবে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর ঢাকা ভিজছে বৃষ্টিতে।
মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।









প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]