শিরোনাম: |
৬ মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে ২১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
|
![]() উইকিপিডিয়ার তথ্য সূত্রে জানা যায়, গত ছয় মাসে ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২৪ লাখ কমে এ বছরের মে মাসে ১১ কোটি ৬১ লাখ হয়েছে। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা অবশ্য বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেনি। এ বিষয়ে জানতে চেয়ে আমাদের অর্থনীতি অনুরোধের জবাবও দেয়নি মেটা। অনলাইন এ প্ল্যাটফর্মটির গ্রাফে দেখানো হয়েছে যে, বাংলাদেশ বর্তমানে পঞ্চম অবস্থানে আছে। শীর্ষে আছে চীন এবং দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তৃতীয়তে আছে যুক্তরাষ্ট্র ও চতুর্থতে আছে ব্রাজিল। আর পাকিস্তানে আছে দশম অবস্থানে। প্ল্যাটফর্মটি জানায়, বাংলাদেশের বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী (৬৭ দশমিক ৯ শতাংশ) পুরুষ। এছাড়া বাংলাদেশের ১৮-২৪ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি। মেটা এক বিবৃতিতে বলেছে, ‘২০২২ সালে এই সময়ে যত সংখ্যক ব্যবহারকারী ছিল, ২০২৩ সালে এসে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই সময়ের মধ্যে ভারত ও বাংলাদেশ শীর্ষ দশে উঠে এসেছে।’ মেটা আরও বলেছে, ২০২২ সালে ভারত, নাইজেরিয়া ও বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা। মেটার প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২ শতাংশ বেড়েছে। বিশ্লেষকেরা প্রশ্নের জবাবে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ‘বিশ্বে সবাইকে সংযোগের আওতায় আনার লক্ষ্য আমাদের। কোন দেশের মানুষকে বাদ দিয়ে ওই লক্ষ্য পূরণ সম্ভব নয়।’ জাকারবার্গ আরো বলেন, ‘২০২১ সালে আমাদের ব্যবসা ভালো হয়েছে। কিন্তু সব মানুষকে একসঙ্গে আনার ক্ষেত্রে সামনে আমাদের আরও কাজ বাকি আছে। এখন আমাদের সব মানুষকে একজায়গায় আনার লক্ষ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
|