শিরোনাম: |
গৌরনদীতে ভুঁয়া ভ্রম্যমান আদালত দিতে এসে মাদারীপুরের ৫ কথিত সাংবাদিক আটক
গৌরনদী প্রতিনিধি, সাকিবুল্লাহ বিলাল
|
![]() বিষয়টি ভুঁয়া বুঝতে পেরে ব্যবসায়ী ও এলাকাবাসি থানায় খবর দেয়। ঘটনার স্থান থেকে গৌরনদী মডেল থানার এস আই শহিদুল ইসলাম ও মোঃ শাহজাহান সংগিও পুলিশ নিয়ে ভুঁয়া পানি উন্নয়ন বোড এর সদস্য ও কথিত সাংবাদিকদের আটক করে থানায় নিয়েআসেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের জানান আটক কৃতরা হলো ১: আল-মামুন (৪২) পিতা: আলাউদ্দিন মাষ্টার সং: দরগা শরীফ, ২:মোঃ আব্বাস হাওলাদার (৪৪) পিতা: আঃ হক হাওলাদার সং: দুধখালী, ৩: লিখন মুন্সি (২৬) পিতা: আজিজ মুন্সি সং:নতুন মাদারীপুর, ৪:মোঃ নাসির উদ্দিন তালুকদার (৪০) পিতা: মৃত শাহজাহান তালুকদার সং: চর মুগুরিয়া, ৫: এমদাদুল হক সেখ (৪২) পিতা: মৃত আঃ মোতালেব সেখ সং: ঝংকার হাট, আটক ভুঁয়া পানি উন্নয়ন বোড এর সদস্য ও কথিত সাংবাদিকরা সকলে মাদারীপুর জেলার বাসিন্দা। (২৪শে মার্চ) আসামীদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
|