শিরোনাম: |
প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি!
বিনোদন ডেস্ক
|
![]() ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি উরফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ইংরেজিতে লেখা- সে আমাকে হ্যাঁ বলেছে! উরফির এই পোস্ট দেখা মাত্রই হইচই। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকে বলছে, উরফি এই পোস্টের মধ্য দিয়ে নতুন প্রেমিকের কথা বলেছেন। তবে এর থেকে বেশি কিছু আর স্পষ্ট করেননি উরফি। ![]() আজব ফ্যাশনের জন্য প্রায় রোজই খবরে আসেন আবার বিতর্কেও জড়ান উরফি। তবে এবার অনুরাগীদের প্রেমের খবর দিয়ে নতুন রহস্যের জন্ম দিলেন তিনি। হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।
|