
২০ মার্চ সারা বিশ্বের প্রায় ২০০টির বেশী দেশ একসাথে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে পালন করে, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স, বিএফডিএস মাসব্যাপী দিবসের তাৎপর্য কার্যকর করতে নানা কার্মসূচি পালন করছে। ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়াকে শক্ত ভাবে কাজে লাগিয়ে দেশের জনগনকে মুখের স্বাস্হ্য রক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পাশাপাশী স্কুল, কর্পোরেট অফিস সহ নানা স্হানে ডেন্টাল ক্যাম্প আয়োজন করছে, সেই ধারাবাহিকতায় আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক পরিসেবা কেন্দ্রে দিনব্যাপী ডেন্টাল হেলথ্ চেকআপ ও স্বাস্হ্য সেবা কর্মসুচি পালিত হয়।

সংগঠনের মহাসচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ, সংগঠনিক সম্পাদক ডা:মো: সাজেদুল আসিফ ফারজান , দপ্তর সম্পাদক ডা:সৈয়দ মো মোসহাব আলী ,সমাজ কল্যান সম্পাদক ডা শামীম সুলতানা রুমা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ডা সানজিদা উর্মি,সহকারী প্রশিক্ষণ সম্পাদক ডা রোমান খান, কার্যকরী সদস্য ডা ইশরাত জেরিন, ডা তানজিমুল ইসলাম, ডা অদিতি বনিক সহ সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ, বাংলাদেশ ডেন্টাল কলেজ, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) এর ১৮ এর একটি ডেন্টাল চিকিৎসক টিম ৩১১ জন পুলিশ সদস্যদের মুখের স্বাস্থ্য পরিক্ষা করেন।
সংগঠনটি স্পস্ট করে বলছে মুখের কমন রোগ যেমন ডেন্টাল ক্যারিজ, মাড়ি রোগ, দূর্গন্ধ কমাতে নিয়মিত ও নিয়ম অনুযায়ী মুখের পরিচর্চা নিশ্চিত করতে হবে । কারন মুখের স্বাস্হ্য ভালো থাকলে সার্বিক স্বাস্হ্য ব্যবস্হা ভালো থাকে।