রোববার ২৮ মে ২০২৩ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
 
শিরোনাম: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ শুরু       ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা       আদাবরে বহুতল ভবনে আগুন       বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী       অশান্তি-সংঘাত নয়, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী       দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি খোকন-শিরিনসহ ৩০ জন       


বিএফডিএসের তত্মাবধানে বিশ্ব মুখ গহ্বর স্বাস্হ্য দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১২:৫৫ পিএম |


২০ মার্চ সারা বিশ্বের প্রায় ২০০টির বেশী দেশ একসাথে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে পালন করে,  বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স, বিএফডিএস মাসব্যাপী দিবসের তাৎপর্য কার্যকর করতে নানা কার্মসূচি পালন করছে। ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়াকে শক্ত ভাবে কাজে লাগিয়ে দেশের জনগনকে মুখের স্বাস্হ্য রক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পাশাপাশী স্কুল, কর্পোরেট অফিস সহ নানা স্হানে ডেন্টাল ক্যাম্প আয়োজন করছে, সেই ধারাবাহিকতায়  আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক পরিসেবা কেন্দ্রে দিনব্যাপী ডেন্টাল হেলথ্ চেকআপ ও স্বাস্হ্য সেবা কর্মসুচি পালিত হয়।



সংগঠনের মহাসচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ, সংগঠনিক সম্পাদক ডা:মো: সাজেদুল আসিফ ফারজান , দপ্তর সম্পাদক ডা:সৈয়দ মো  মোসহাব আলী ,সমাজ কল্যান সম্পাদক ডা শামীম সুলতানা রুমা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ডা সানজিদা উর্মি,সহকারী প্রশিক্ষণ সম্পাদক ডা রোমান খান, কার্যকরী সদস্য ডা ইশরাত জেরিন, ডা তানজিমুল ইসলাম, ডা অদিতি বনিক সহ সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ, বাংলাদেশ ডেন্টাল কলেজ, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) এর ১৮ এর একটি ডেন্টাল চিকিৎসক টিম ৩১১ জন পুলিশ সদস্যদের মুখের স্বাস্থ্য পরিক্ষা করেন।
সংগঠনটি স্পস্ট করে বলছে মুখের কমন রোগ যেমন ডেন্টাল ক্যারিজ, মাড়ি রোগ, দূর্গন্ধ কমাতে নিয়মিত ও নিয়ম অনুযায়ী মুখের পরিচর্চা নিশ্চিত করতে হবে । কারন মুখের স্বাস্হ্য ভালো থাকলে সার্বিক স্বাস্হ্য ব্যবস্হা ভালো থাকে।









প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]