শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
 
শিরোনাম: অতীতে কখনোই রমজানে আন্দোলনের ঘোষণা দেখিনি : তথ্যমন্ত্রী        ২৪ ঘণ্টার মাথায় কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি        মোদি আমার বক্তৃতা নিয়ে ভীত, তাই সংসদ সদস্য পদ খারিজ করেছে : রাহুল        বিএনপি পাকিস্তানের দালাল পার্টি : কাদের        তারিকের গোলে সিশেলসকে হারাল বাংলাদেশ        গণহত্যার স্বীকৃতি পেতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী        ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস       


বঙ্গবন্ধুর জন্মদিনে রমজান উপলক্ষে মিয়াঞ্জ গ্রুপের নৈশ্যভোজ
মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬:৩১ পিএম আপডেট: ১৮.০৩.২০২৩ ৬:৪১ পিএম |

আসছে ২৩শে মার্চ রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। মুসলমানদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ এই মাসটি। আর প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্যই সে কাজের পূর্বপ্রস্তুতির গ্রহণ অত্যন্ত জরুরি। প্রস্তুতি যত কার্যকর ও উপযোগী হয়, কাজটি তত গোছালো ও সুন্দর হয়। অনুরুপভাবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও আসছে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের নিয়ে মাহেফুন বা রমজান পূর্ব প্রস্তুতি স্বরুপ বাংলাদেশী প্রতিষ্ঠান মিয়াঞ্জ গ্রুপের গেট-টুগেদার নৈশ্যভোজের আয়োজন ছিলো শুক্রবার (১৭ই মার্চ) রাত নয়টায় এমআই কলজের অডিটোরিয়াম সেন্টারে। 

প্রবাস জীবনের সব ব্যস্ততাকে ছুড়ে ফেলে আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপে সম্পূর্ণ বাংলাদেশি খাবারের আয়োজনে এই নৈশ্যভোজে অংশগ্রহণ করেন স্থানীয় ও প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীক প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলাম, মো. রুহুল আমিন, জাকির হোসেন, মো. মোতালেব মোল্লা, তারেক হাসান তাহসিন, বাবুল হোসেন, মজনু মিয়া, মাসুম বিল্লাহ সহ মিয়াঞ্জ গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী প্রমুখ। প্রবাসীদের এমন উপস্থিতিতে মনে হচ্ছিল যেন মালদ্বীপের বুকে ছোট্ট এক খন্ড বাংলাদেশ। নৈশভোজের ফাঁকে ফাঁকে উক্ত কোম্পানির চেয়ারম্যান আহমেদ মোত্তাকি প্রতিটি টেবিল গুরে সকলের সাথে কুশলাদি বিনিময়ে মুগ্ধ হন অনুষ্ঠানে আগন্তুক ব্যবসায়িক অতিথিরা।


অনুষ্ঠানে মিয়াঞ্জ গ্রুপের চেয়ারম্যান আহমেদ মোত্তাকি বলেন, বঙ্গবন্ধু, ১৭ মার্চ এই মহান নেতার জন্মদিন। তার হাত ধরে বাংলার ভূখণ্ডে রচিত হয়েছে বিস্ময়কর এক ইতিহাস। হাজার বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে নতুন এক রাষ্ট্র। বাঙালি পেয়েছে জাতিসত্তার পরিচয় ও অধিকার। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়াও তিনি তার কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন আমরা মালদ্বীপে দীর্ঘদিন যাবত সফলতার সাথে ব্যবসা করে আসছি আমাদের মিয়াঞ্জ গ্রুপের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রাহক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো অভিযোগ পাইনি। আমাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা পণ্য সরবরাহ করে যাচ্ছি, যা প্রশংসার দাবিদার রাখে। মালদ্বীপের আইন মেনে যেভাবে এগিয়ে যাচ্ছে মিয়াঞ্জ গ্রুপ তা ভবিষ্যতেও গ্রাহক সেবায় অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। এছাড়াও তিনি বলেন আমরা ACI, Square, Fresh, Akiz, Radhuni ও Bangal Meet- এর মত বাংলাদেশের প্রথম সারি কোম্পানিগুলোর পণ্য আমদানি করে থাকি। অতঃপর, আমাদের আমন্ত্রণে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও মোবারক-বাঁধ জানিয়ে নৈশভোজ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 

নৈশভোজে অংশগ্রহণ করা প্রবাসীরা বলেন, পরিবার-পরিজন ছাড়া প্রবাসে এসব উৎসব কেবলই আনুষ্ঠানিকতা। তাই বেদনা ভরা মন প্রতিনিয়তই কিছু না কিছুতে আক্ষেপ ঘোচানোর চেষ্টা করে। এরকম মিলনমেলা ও আনন্দ আয়োজনগুলো প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ করে দেয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

গৌরনদীতে ভুঁয়া ভ্রম্যমান আদালত দিতে এসে মাদারীপুরের ৫ কথিত সাংবাদিক আটক
ট্রাব’র অ্যাওয়ার্ড পেলেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মল্লিকা মুনা
প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি!
টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি শুরু আজ, পাওয়া যাবে অনলাইনে
অতীতে কখনোই রমজানে আন্দোলনের ঘোষণা দেখিনি : তথ্যমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

১১ বছর পর রায়, ২৩ জনের মৃত্যুদণ্ড ৬ জনের যাবজ্জীবন
এক শো'তে ২৫ হাজার দর্শক মাতালেন আঁখি
বিএফডিএসের তত্মাবধানে বিশ্ব মুখ গহ্বর স্বাস্হ্য দিবস পালন
ফিড এনজিও'র কার্যক্রম শীগ্রই স্পেন থেকে বহির্বিশ্বে যাত্রা শুরু করবে
লক্ষ্মীপুরে সাবেক পৌর মেয়র তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]