দীর্ঘ ১৫ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। দ্বিপাক্ষিক এই সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর দুইটায় মাঠে নামছে দুই দল। ম্যাচে টসে জিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
এর আগে ১০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে সাতটি জিতেছে লাল-সবুজের দল ও দুটিতে জয় পায় আইরিশরা। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এদিকে আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে জায়গা হয়নি মিরাজের। গতকাল অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পেয়েছিলেন তিনি। আর আজকের ম্যাচে অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের।
গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে শুরুতে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এরই ধারাবাহিকতায় ওয়ানডে একাদশে সুযোগ হলো হৃদয়ের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।