শিরোনাম: |
হবু স্ত্রীর স্বপ্নপূরণে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন ডাক্তার (ভিডিও)
সাজিয়া আক্তার
|
![]() ![]() পরিবার সূত্রে জানা যায়, ডা. তাওহীদ ইসলাম একজন বিসিএস ক্যাডার। হবু স্ত্রীর স্বপ্ন পূরণ করতেই তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন। বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুরের ব্যবসায়ী নিজাম উদ্দিন ভুঁইয়ার মেয়ে শান্তা ইসলাম রোদেলার সঙ্গে বিয়ে হয় তাওহীদের। ![]() বর ডা. তাওহীদ ইসলাম জানান, তার হবু স্ত্রীর দীর্ঘদিনের শখ ছিল বিয়েতে বর হেলিকপ্টারে চড়িয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাবে। তাই তিনি হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে আসেন। নব বধূ শান্তা ইসলাম রোদেলা জানান, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিলো আমার বিয়েতে বর আসবে হেলিকপ্টারে চড়ে। আমার স্বপ্ন পুরণ হয়েছে। আমি অনেক বেশি খুশি। জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় খুশি পুরো এলাকাবাসী। |