
আন্তর্জাতিক নারী দিবসকে উদ্দেশ্য করে দেশের অন্যতম জনপ্রিয় ও বৃতৎ ডেন্টাল সংগঠন " বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স ( বিএফডিএস) প্রথমবারের মতো নারী চিকিৎসকদের প্রতি সম্মান রেখে ভিন্নধর্মী কর্মসূচী সম্পন্ন করে। রাজধানীর লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক ছাত্রীদের মুখের স্বস্হ্য পরীক্ষা, স্বাস্হ্য শিক্ষা ও টুথপেস্ট বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় নারী চিকিৎসকদের সম্মাননা প্রদান। বিএফডিএস এর জুরি বোর্ড দেশের সর্ব প্রথম মহিলা ডেন্টিস্ট অধ্যাপক আজিজা বেগম সহ বর্তমান ও তৎকালীন ডেন্টাল কলেজের নারী অধ্যক্ষ ও ডেন্টাল ইউনিটের প্রধানদেরকে মনোনীত করেন। সংগঠনের সভাপতি ডা: রকিবুল হোসেন রুমী ও মহাসচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ আজীবন সম্মাননা স্মারক তুলে দেন অধ্যাপক হোসনে আরা, অধ্যাপক রওশন আরা, অধ্যাপক ফরিদা ইলিয়াস, অধ্যাপক রাকিবা সুলতানা ও অধ্যাপক লাবুদা সুলতানাকে। সংগঠনের সমাজ কল্যান সম্পাদক ডা: শামীম সুলতানা রুমা ও নাছিমা খান সহ মহিলা বিষয়ক সম্পাদক ডা: ফারাহ দীবা, ডা: রুমকী, কার্যকারী সদস্য ডা: ইশরাত জেরীন, ডা: নাফিসা নাহার, দপ্তর সহ সম্পাদক ডা: সামসুন নাহার, ইভেন্ট সেক্রেটারী ডা: সানজিদা উর্মির তত্মাবধানে পাওনিয়ার ডেন্টাল কলেজ ও বাংলাদেশ ডেন্টাল কলেজের ইন্টার্ণ চিকিৎসকরা এ বিশাল আয়োজনে সম্পৃক্ত থাকে।
সংগঠনের পৃষ্ঠপোষক ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল, ঢাকা ডেন্টাল কলেজের সাবেক কনজারভেটিভ ও এন্ডোডন্টিক বিভাগের প্রধান অধ্যাপক উম্মে কুলসুম, বিএসএমএমইউ এর ওলার সার্জারী বিভাগের অধ্যাপক মাহমুদা আখতার, বিএফডিএস এর কর্যকরী সদস্য ডা: শামস জামান, ডা: সাজেদুল আসিফ, ডা: রেজিনুর তুনীর, ডা: সালসাবিল অর্নব, ডা: দেবব্রত নাথ, ডা: নবিন, ডা: শাহরিয়ার পরশ, সহ উপস্হিত সবাই এ আয়োজনকে অভূতপূর্ব প্রশংসা করেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল মেডিপ্লাস ।