শিরোনাম: |
পছন্দের হলে উঠলেন ফুলপরি, ক্লাস করবেন সোমবার
নিজস্ব প্রতিবেদক
|
![]() ভুক্তভোগী ফুলপরী জানান, আমাকে আজ খুব ভালো লাগছে। কেন জানি আমার মধ্যে ক্যাম্পাসের প্রথমদিনের অনুভূতি কাজ করছে। হল ও ক্যাম্পাসে চলার ক্ষেত্রে প্রশাসনের কাছে আমার সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি। ভুক্তভোগীর বাবা আতাউর রহমান বলেন, ১২টার দিকে ক্যাম্পাসে এসেছি। প্রশাসন আমাদের নিরাপত্তা দিয়েছে। মেয়ে আজ থেকে হলেই থাকবে। আজ ক্লাস করার সুযোগ হয়নি। আগামীকাল থেকে ক্লাস শুরু করবে। এর আগে উচ্চ আদালত থেকে পছন্দের হল বরাদ্দের নির্দেশের পর গত ৪ মার্চ (শনিবার) ক্যাম্পাসে এসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বরাদ্দের জন্য আবেদন করেন ভুক্তভোগী ছাত্রী। পরে ওই হলের একটি কক্ষে তাকে বরাদ্দ দেওয়া হয়। হল বরাদ্দ দেয়া হলে সেদিন বাড়ি ফিরে যান তিনি। এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান আমাদের সময়. কমকে বলেন, আবেদন করার পর সেদিনই একটি কক্ষে বরাদ্দ দেয়া হয়েছে। সেদিন ওই কক্ষে কিছু মালামাল রেখে বাড়ি চলে যায় ওই ছাত্রী। আজ সে হলে উঠেছে।
|