শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
 
শিরোনাম: ইফতার আয়োজন না করতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর        অতীতে কখনোই রমজানে আন্দোলনের ঘোষণা দেখিনি : তথ্যমন্ত্রী        ২৪ ঘণ্টার মাথায় কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি        মোদি আমার বক্তৃতা নিয়ে ভীত, তাই সংসদ সদস্য পদ খারিজ করেছে : রাহুল        বিএনপি পাকিস্তানের দালাল পার্টি : কাদের        তারিকের গোলে সিশেলসকে হারাল বাংলাদেশ        গণহত্যার স্বীকৃতি পেতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী       


ফেসবুকে নিজের পোস্টে নিজে লাইক দিলে যে ক্ষতি
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৪:৪০ পিএম |

ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু একটা পোস্ট করার পরই আমরা লাইক/রিয়েক্টের সংখ্যা গুণতে থাকি। অনেকে নিজের পোস্টের লাইক সংখ্যা বাড়াতে নিজেই লাইক দিয়ে থাকেন। নিজের পোস্টে লাইক দেওয়া কি আসলেই একটি সঠিক কাজ? এই বিষয়ে বিভিন্ন মত দেখতে পাওয়া যায়।
নিজের পোস্টে নিজেই লাইক দেওয়া মানে নিজের ব্যক্তিত্বকে আঘাত করা বলে মনে করেন অনেকেই। কারণ, কেউ পোস্ট লাইক করছে না বলে নিজেই লাইক করছেন, এটি একটি অন্যতম কারণ। ফেসবুকে অনেকেই নিজের পোস্টে লাইকের পাশাপাশি মন্তব্যও করে থাকেন। এটি স্বাভাবিকভাবেই হাস্যকর বলে মনে হয়। এক্ষেত্রে ট্রলের শিকার হন অনেকেই।

আবার অনেকেই মনে করেন নিজের পোস্টে নিজেই লাইক করলে পোস্ট অন্যের কাছে তেমন পৌঁছায় না। ফলে লাইক কমে যায়। এই ধারণাটি ব্যক্তিগত প্রোফাইলের ক্ষেত্রে সম্পূর্ণ ভুল। ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বরং এতে ওই পোস্টটি বন্ধু তালিকায় থাকা অনেকের কাছেই পৌঁছে যায়। তাই এই দিক থেকে কোনো সমস্যাই নেই।
স্বাভাবিকভাবে ব্যাপারটি দৃষ্টিকটু লাগায় এটি করা উচিত নয় বলে অধিকাংশই মনে করেন। তাই নিজের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই কাজ থেকে বিরত থাকাই উত্তম। যদি এই বিষয়টি সমস্যা মনে না হয়, তাহলে নিজের পোস্টে নিজেই লাইক দিতে পারেন।

ফেসবুকে নিজের পোস্টে লাইক দিলে কারিগরি দিক থেকে কোনো সমস্যা নেই। তবে ভাবমূর্তি হতে পারে প্রশ্নবিদ্ধ। তাই সিদ্ধান্ত আপনার। কারণ, যাই করেন না কেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবসায়িক পেইজের প্রোফাইলের ক্ষেত্রে ভুলক্রমেও এই কাজটি করবেন না। নিজের পোস্ট নিজে কখনোই ‘লাইক দিবেন না’।

নিজের পোস্টে লাইক দিয়ে ছড়িয়ে দেওয়া এক ধরনের ব্ল্যাক হ্যাট এসইও, যা অ্যালগরিদমকে ম্যানিপুলেট করার একটি কৌশল। এক কথায় বলতে গেলে এই প্রক্রিয়াটি অবৈধ এবং এজন্য এক সময় ব্যবসায়িক পেইজের প্রোফাইলের রিচ (অন্যের কাছে পৌঁছানোর ক্ষমতা) কমে যাবে। তাই নিজের পোস্টে নিজেই লাইক দেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।









 সর্বশেষ সংবাদ

ইফতার আয়োজন না করতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
গৌরনদীতে ভুঁয়া ভ্রম্যমান আদালত দিতে এসে মাদারীপুরের ৫ কথিত সাংবাদিক আটক
ট্রাব’র অ্যাওয়ার্ড পেলেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মল্লিকা মুনা
প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি!
টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি শুরু আজ, পাওয়া যাবে অনলাইনে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

১১ বছর পর রায়, ২৩ জনের মৃত্যুদণ্ড ৬ জনের যাবজ্জীবন
এক শো'তে ২৫ হাজার দর্শক মাতালেন আঁখি
বিএফডিএসের তত্মাবধানে বিশ্ব মুখ গহ্বর স্বাস্হ্য দিবস পালন
ফিড এনজিও'র কার্যক্রম শীগ্রই স্পেন থেকে বহির্বিশ্বে যাত্রা শুরু করবে
লক্ষ্মীপুরে সাবেক পৌর মেয়র তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]