শিরোনাম: |
৩৭তম ফোবানার সংবাদ সম্মেলন ১২ মার্চ জাতীয় প্রেস ক্লাবে
নিজস্ব প্রতিবেদক
|
![]() ফোবানা চেয়ারম্যন আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড.রফিক খানের জানান- ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার (ইউ.এস.এ. ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার ৩৭ তম ফোবানা সম্মেলন হবে কানাডার মন্ট্রিয়ল শহরে, আগামী সেপ্টেম্বর ১-৩, ২০২৩। এবার দীর্ঘ দিন পর বাংলাদেশ এসোসিয়েশন অফ মন্ট্রিয়ল ফোবানা সম্মেলনটি করতে যাচ্ছে । এই সম্মেলনটির কনভেনার হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগঠক মনিরুজ্জামান এবং মেম্বার সেক্রেটারী হাফিজুর রহমান ও অভিজিৎ দে। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরাত বাংলাদেশীদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নুতন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা। এই অনুষ্ঠানে সমস্ত গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জনিয়েছেন চেয়ারম্যন আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড.রফিক খান। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ১২ মার্চ রবিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনটি অনুষ্টিত হবে।
|