শিরোনাম: |
ফেসবুকে ফের ম্যাসেঞ্জার অ্যাপ ছাড়াই চালু হবে ইনবক্স
তথ্য প্রযুক্তি ডেস্ক
|
![]() ফেসবুক কোম্পানির সাম্প্রতিক এক ব্লগপোস্টে বলা হয়, ‘ফেসবুক অ্যাপের মাধ্যমে ম্যাসেঞ্জার ইনবক্সে ব্যবহারকারী ঠিকমতো অ্যাক্সেস পান কিনা, সেজন্যই আমরা (ফেসবুকের নিজস্ব মেসেজ ইনবক্স বাতিলের) সিদ্ধান্তটি নিয়েছিলাম। এখন আমরা এই পরীক্ষাকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে চাচ্ছি,’ ২০১৪ সালে যখন অ্যাপ থেকে ফেসবুকের নিজস্ব মেসেজ ইনবক্স মুছে দিল কোম্পানি কর্তৃপক্ষ, তখন থেকেই তা ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে গ্রাহকদের সেই দাবির প্রতিফলন ঘটেছে কিনা— সে সম্পর্কে কিছু বলা হয়নি কোম্পানির ব্লগপোস্টে।
|