প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪০ PM আপডেট: ৩১.১২.২০২২ ৭:৪১ PM
মহান বিজয়ের মাসে একাত্তরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে গাজীপুরে রক্তদান কর্মসূচি করলো ফ্রেনডস সোসাইটি নামের একটি সংগঠন। শনিবার দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম। ফ্রেন্ডস সোসাইটির চেয়ারম্যান শাহ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া,মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন ।
অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী শফিকুল আলম তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট তরুণদের প্রয়োজন।তারাই দেশকে নেতৃত্ব দেবে।
এসময় তিনি মাদক থেকে সন্তানকে দূর রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্লাড ব্যাংকের সহযোগীতায় অনুষ্ঠানে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান করেন। পরে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।