মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা-শ্যামল        উকিল আব্দুস সাত্তারের বিএনপি থেকে পদত্যাগ        বছরের শেষ সূর্যকে বিদায় দিতে সৈকতে ভিড়        বছরের প্রথম দিন সব শিক্ষার্থী বই পাবে কি?        থার্টিফার্স্ট নাইটে হাতিরঝিলের ১০টি পয়েন্টে ডাইভারশন        মাহির মনোনয়ন চাওয়া নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী        কেউ আক্রমণ করলে ছাড় দেবো না : কাদের       


মুক্তিযুদ্ধের শহীদদের উৎসর্গ করে গাজীপুরে স্বেচ্ছায় রক্তদান
ওবাইদুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪০ PM আপডেট: ৩১.১২.২০২২ ৭:৪১ PM

মহান বিজয়ের মাসে একাত্তরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে গাজীপুরে রক্তদান কর্মসূচি করলো ফ্রেনডস সোসাইটি নামের একটি সংগঠন। শনিবার দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকায়  মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম। 
ফ্রেন্ডস সোসাইটির চেয়ারম্যান শাহ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন,  জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া,মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ আবুল হাশেম,  জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন । 
অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী শফিকুল আলম তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট তরুণদের প্রয়োজন।তারাই দেশকে নেতৃত্ব দেবে।  
এসময় তিনি মাদক থেকে সন্তানকে দূর রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্লাড ব্যাংকের সহযোগীতায় অনুষ্ঠানে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান করেন। পরে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com