প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৮ PM
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক করেছে।
আটকরা হলেন, চকরিয়া উপজেলাধীন হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মোঃ কাইছার(৩০) ও বান্দরবান জেলার লামা থানাধীন সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ ডিসেম্বর) রাতে চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) সার্বিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর তত্ত্বাবধানে গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালায়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেন। প্রাথমিক তদন্তে ধৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং কক্সবাজার জেলা, বান্দরবান জেলা ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান হতে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ী চুরি করে গাড়ীর ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, অভিযান অব্যহত থাকবে। ধৃত চোরদের বিরুদ্ধে আইনগতঃ ব্যবস্থা নেয়া হয়েছে।