সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
শিরোনাম: জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা-শ্যামল        উকিল আব্দুস সাত্তারের বিএনপি থেকে পদত্যাগ        বছরের শেষ সূর্যকে বিদায় দিতে সৈকতে ভিড়        বছরের প্রথম দিন সব শিক্ষার্থী বই পাবে কি?        থার্টিফার্স্ট নাইটে হাতিরঝিলের ১০টি পয়েন্টে ডাইভারশন        মাহির মনোনয়ন চাওয়া নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী        কেউ আক্রমণ করলে ছাড় দেবো না : কাদের       


আগামীকাল পূর্বাচলে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:৪১ PM


আগামীকাল রোববার থেকে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থেকে বেলা পৌনে ১১টায় আনুষ্ঠানিকভাবে এক মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন।

এ উপলক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। ইতোমধ্যে মেলার সব স্টলের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মেলায় নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।

করোনা মহামারির কারণে গত বছর ছোট পরিসরে বসেছিল এই মেলা। স্টলের সংখ্যাও ছিল কম। করোনার কারণে মেলায় আগত দর্শনার্থীদের আনাগোনাও ছিল অনেক কম। এবছর মেলায় দর্শনার্থীদের যাতায়েতের জন্য রাস্তাঘাট সংস্কার করা হয়েছে। চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডস্থ তিনশ ফিট সড়ক। মেলায় আসা-যাওয়ার জন্য ৩৫ টাকা ভাড়ায় বিআরটিসির শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ। প্রতিদিন কমপক্ষে ৫০টি বাস কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্যমেলায় যাত্রী আনা-নেয়া করবে। এছাড়া, শুক্র ও শনিবার বন্ধের দিন ১৫০টি বিআরটিসি বাসসহ বিভিন্ন বাসযাত্রী আনা-নেয়ার কাজ করবে।

মেলার ভেতরে-বাইরে বসানো হয়েছে ২৭০টি সিসি ক্যামেরা। এবছর মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩৩৬টি স্টল থাকবে। দেশি প্রতিষ্ঠান ছাড়াও সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান বাণিজ্যমেলায় অংশ নিচ্ছে। ব্যবসায়ীরা জানান, বেচাকেনার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন তারা। গত বছরের তুলনায় এ বছর করোনার প্রভাব কম থাকায় ও রাস্তাঘাট ভালো হওয়ায় লোক সমাগম বেশি হবে। এমনকি গত বছরের চেয়ে দ্বিগুণ বেচাকেনা করতে পারবেন বলে আশাবাদী দোকান মালিকরা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানান, এবারের বাণিজ্যমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ৮ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ সর্বদা নজরধারীতে থাকবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, কোভিডের কারণে গতবছর ৮০ কোটি টাকা বেচাকেনা হলেও এবার বেচাকেনা ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com