প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৮:৪৫ PM
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
খন্দকার মাহবুবের জুনিয়র মাসুদ রানাও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘স্যারের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
ফুসফুসে পানি আসায় গত সোমবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই আইনজীবীকে। অবস্থার অবনতি হলে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চেকআপ করে দেশে ফেরেন সিনিয়র এই আইনজীবী।
৮৬ বছর বয়সী খন্দকার মাহবুব এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফেরেন।