প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৫:২২ PM
মিথ্যাচারের জন্য মানুষ আর বিএনপিকে ভোট দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল চারটায় রাজধানীর শ্যামলীতে 'বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে' আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, 'বিষোদগার, মিথ্যাচার ছাড়া আপনাদের আর কী আছে? দেখাবেন। মিথ্যাচারের জন্য মানুষ আর ভোট দেবে না।'
'বিএনপি নষ্ট রাজনীতি করে' এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে বাংলার মানুষ বিশ্বাস করে না।
বিএনপি নেতারা পদ্মা সেতু ব্যবহার করে সমাবেশ করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'পদ্মা সেতু এখন কেন ব্যবহার করেন? লজ্জা করে না?'