প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৬:৩৯ PM
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়িঁয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জন। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ২৯ হাজার ৪১৬ জন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন, ৩৭২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩হাজার ২৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩হাজার ২৪৬ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। সুস্থ হয়েছেন, ৯৭ দশমিক ২৫ শতাংশ আর মৃত্যু ১ দশমিক ৪৫ শতাংশ।
উল্লেখ্য ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এছাড়া ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।