মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা-শ্যামল        উকিল আব্দুস সাত্তারের বিএনপি থেকে পদত্যাগ        বছরের শেষ সূর্যকে বিদায় দিতে সৈকতে ভিড়        বছরের প্রথম দিন সব শিক্ষার্থী বই পাবে কি?        থার্টিফার্স্ট নাইটে হাতিরঝিলের ১০টি পয়েন্টে ডাইভারশন        মাহির মনোনয়ন চাওয়া নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী        কেউ আক্রমণ করলে ছাড় দেবো না : কাদের       


শুধু তুমি
লাবণ্য রহমান
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৫:৫৭ PM

আমার চেয়ে ভালো করে এই ত্রিভুবনে
কেউ আর চিনবে না তোমায়; 
আমার চেয়ে বেশি কে চিনবে তোমাকে বলো ?
আকাশ যেমন করে চেনে বর্ণিল মেঘমালাকে,
নদী যেমন চেনে তার মোহনাকে,
আর চাঁদ যেমন চেনে জ্যোস্নাকে,
ঠিক তেমনিভাবে আমিও যে জানি তোমাকে।
তুমিতো আমার স্বপ্নের রঙিন রাজপুত্র;
যার হৃদয়ের গভীর কালো দিঘিতে,
আমি খুঁজে পেয়েছি ভালোবাসার নীলপদ্ম।
শুধু তোমার প্রেমে মন্ত্রমুগ্ধ এই আমি,
তোমার মায়াবী মুখপানে অপলক দৃষ্টি ফেলে,
বড়ো ইচ্ছে হয়;যেন বারংবার জন্মাই এই পৃথিবীতে।
ইচ্ছে হয় মুখোমুখি বসে কবিতা আর গানে,
কাটিয়ে দেই ছোট এই নশ্বর জীবন।
কখনো কখনো প্রার্থনা করি;
ভীষণ দূরারোগ্য ব্যাধিতে যেন শয্যাশায়ী হই আমি,
তাতে যদি পাই তোমার আদুরে স্পর্শ।
তোমার এতোটুকু ভালোবাসার স্পর্শের আশায়,
মৃত্যুকেও আলিঙ্গন করতে দ্বিধা নেই আমার।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com