আমার চেয়ে ভালো করে এই ত্রিভুবনে
কেউ আর চিনবে না তোমায়;
আমার চেয়ে বেশি কে চিনবে তোমাকে বলো ?
আকাশ যেমন করে চেনে বর্ণিল মেঘমালাকে,
নদী যেমন চেনে তার মোহনাকে,
আর চাঁদ যেমন চেনে জ্যোস্নাকে,
ঠিক তেমনিভাবে আমিও যে জানি তোমাকে।
তুমিতো আমার স্বপ্নের রঙিন রাজপুত্র;
যার হৃদয়ের গভীর কালো দিঘিতে,
আমি খুঁজে পেয়েছি ভালোবাসার নীলপদ্ম।
শুধু তোমার প্রেমে মন্ত্রমুগ্ধ এই আমি,
তোমার মায়াবী মুখপানে অপলক দৃষ্টি ফেলে,
বড়ো ইচ্ছে হয়;যেন বারংবার জন্মাই এই পৃথিবীতে।
ইচ্ছে হয় মুখোমুখি বসে কবিতা আর গানে,
কাটিয়ে দেই ছোট এই নশ্বর জীবন।
কখনো কখনো প্রার্থনা করি;
ভীষণ দূরারোগ্য ব্যাধিতে যেন শয্যাশায়ী হই আমি,
তাতে যদি পাই তোমার আদুরে স্পর্শ।
তোমার এতোটুকু ভালোবাসার স্পর্শের আশায়,
মৃত্যুকেও আলিঙ্গন করতে দ্বিধা নেই আমার।