প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৮ পিএম |
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাসের যোদ্ধাদের এ সংঘাতে একজন মারা গেছেন। হামাসের দু’যোদ্ধাকে ফাতাহ সরকার গ্রেফতার করলে এ সংঘাত বাঁধে।
পশ্চিমা-সমর্থিত ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা সরকারের এমন পদক্ষেপের বিষয়ে ইসলামপন্থী হামাস বলেছে, পশ্চিম তীরের ফাতাহ নেতৃত্বাধীন সরকার হামাসের এক শীর্ষ নেতা ও অন্য একজন যোদ্ধাকে নাবলুস শহরে গ্রেফতার করেছে। হামাসের এ শীর্ষ নেতা ছিলেন ইসরায়েলের দৃষ্টিতে অন্যতম শীর্ষ অপরাধী।
ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, কেন ওই হামাস সদস্যদের গ্রেফতার করা হয়েছে তা পরে জানানো হবে।
নাবলুস ও তার নিকটবর্তী শহর জেনিনে অসংখ্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন আছে। এ সংগঠনগুলোকে দমনের জন্য ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় ফাতাহ কর্তৃপক্ষের সমালোচনাও করেছে ওই দু’রাষ্ট্র।
ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের নেতাদের গ্রেফতার করার পর দ্রুত নাবলুস ও জেনিনে সংঘর্ষ বেধে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ তীব্র সংঘাতের সময় সেখানকার দোকানপাট বন্ধ ছিলো। এছাড়া সেখানকার আন-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাতাহ নেতৃত্বাধীন সরকারের পুলিশ সদস্যরা পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনি যুবকদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। এ সংঘর্ষে নিহত ৫৩ বছর বয়সী লোক ফিরাস ইয়ায়েস ঠিক কাদের গুলিতে নিহত হয়েছে তা জানা যায়নি।
(ফাতাহ নেতৃত্বাধীন) ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা সংস্থার মুখপাত্র তালাল দ্বিইকাত বলেছেন, এ মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সূত্র : আল-জাজিরা, রয়টার্স