শিরোনাম: |
জাতীয় পার্টিকে অফিসিয়াল বিরোধী দল বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
|
![]() বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের সমাপনি ভাষণে সংসদ নেতা একথা বলেন। তিনি বলেন, আমাদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ সংসদে ভাষণ দিয়ে গেছেন। তিনি একই সঙ্গে বাজেট এবং অধিবেশনের সমাপনি ভাষণ দিয়ে গেছেন। সংসদে সকল সদস্য যারা বাজেট আলোচনায় অংশ নিয়েছেন সকলকে ধন্যবাদ জানান। সংসদ নেতা বলেন, এখানে বেশ প্রাণবন্ত আলোচনা হয়েছে। সেখানে ২২৮ জন সংসদ সদস্য বাজেট আলোচনায় অংশ নিয়েছে। ৩৮ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা হয়েছে। আমাদের টার্গেট ছিল ৪০ ঘণ্টা তা প্রায় কাছাকাছি সম্পন্ন করেছি। এটা আমাদের জন্য ভালোপ্রাণবন্ত সংসদ বলে মনে করি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের বড় একটা অর্জন আমরা করেছি। ২৫ শে জুন আমাদের সেতু, পদ্মা সেতু উদ্বোধন করেছি। পদ্মা সেতু শুধু দক্ষিণ অঞ্চলের যোগাযোগ না। অর্থনৈতিকভাবে বাংলাদেশ যাতে আরও উন্নত করতে পারে তার স্বর্ণ দুয়ার উন্মোচন হয়েছে
|